বুধবার বেলা দুটো নাগাদ মাথাভাঙ্গা ঘোকসাডাঙ্গা এলাকায় বিজেপির পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। বিজেপি কর্মীরা ওই এলাকায় সাফাই অভিযানের পাশাপাশি তালা পরিবেশকে রক্ষা করতে সেখানে বৃক্ষরোপণ করেন। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি রঙ্গ হিসেবে তারা এদিন ঘোকসাডাঙ্গা এলাকায় সাফাই অভিযান করেন এবং এ ছাড়া সেখানে তারা পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপনের কর্মসূচিতে অংশ নেন।