আজ ৩০শে আগস্ট খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাষ্ট্রীয় কুষ্ঠ নির্মূল কার্যক্রম উপলক্ষে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা অংশগ্রহণ করেন। কুষ্ঠ রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কিত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।