পাকা রাস্তার দাবিতে মঙ্গলবার তপন ব্লকের ৭ নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নওপাড়ার বাসিন্দারা তপন বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে শামিল হন। পাশাপাশি তারা রাস্তা সংস্কারের দাবিতে লিখিত স্মারকলিপি জমা দেন। অভিযোগ, গোলাবাড়ি ময়দান থেকে নওপাড়া পর্যন্ত প্রায় ৭০০ মিটার রাস্তা বহুদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বড় বড় গর্ত ও বর্ষার জলে জল জমে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও জরুরি পরিষেবার যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্ন