টন্ডু থেকে বামনডাঙ্গা চাবাগানে পুজো দেখতে গিয়ে বাইকের উপর একটি বুনো হাতি হামলা চালালো। এঘটনায় চালক সহ দুইজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেল। এদিকে তাদের বাচাতে এসে হাতির তাড়া খেয়ে প্রাণে বেচে গিয়েছে খুনিয়া রেঞ্জের বনকর্মিরা। অষ্টমির রাতের এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে গত মঙ্গলবার রাত নটা নাগাদ গুড্ডু উরাওয়ের বাইক নিয়ে তার ছেলে অমর ওরাও ও তার বন্ধু র্যামবো টোপ্পো বাইকে চেপে পুজো দেখতে বামনডাঙ্গা চাবাগানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।