কাজ করার সময় বাড়ির উপর থেকে পড়ে মৃত্যু হল এক নির্মাণ কর্মীর । ঘটনাটি ঘটেছে পাড়া থানা এলাকায় । মৃত ব্যক্তির নাম এমডি সেলিম (৪৫) । বাড়ি পাড়া থানার ফুসুড়াবাইদ এলাকাতে । চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয় । দেহটি ময়না তদন্তের পর আজ বিকালে তুলে দেওয়া হয় তার আত্মীয় পরিজনদের হাতে ।