সোমবার সকালে বিশালগড় মহকুমা হাসপাতালের ইমারজেন্সি ফটোকে সামনে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ির সঙ্গে TR01N3251 নাম্বারে ব্যাটারি চালিত অটো গাড়ির সংঘর্ষ ঘটে। জানা যায় মহাকুমা হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের কর্তব্যের গাফিলতির ফলে ঘটছে এই ঘটনা। স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন?