রাজ্যের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগমনী উৎসবের আয়োজন করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার উৎসব অডিটোরিয়ামে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমস্ত পুজো কমিটি গুলোকে নিয়ে এই আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কোচবিহার শহরের বিশিষ্ট অতিথিবর্গরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, শহর ব্লক সভাপতি দিলীপ সাহা, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভূষণ সিংহ সহ অন্যান্যরা।