প্রচুর পরিমাণে বাংলাদেশে পাচারের সময় বিভিন্ন ধরনের কাপড় উদ্ধার করল সাদা পোশাকের পুলিশ এদিন পরবর্তীতে রবিবার গভীর রাতে এই বিভিন্ন ধরনের কাপড় গুলি সহ পুলিশের জালে নিরীহ গোপালকৃষ্ণ ঋষি দাস, বাড়ি মরা নদী পার! খোয়াই সাদা পোশাকের পুলিশ অবৈধ কাপড় সহ আটক করলো টমটম, যদিও টম টম চালককে জামিন দেওয়া হয়।