শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া বাজার এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি গবাদি পশুর। শুক্রবার সকাল নাগাদ পথ চলতি মানুষ তা দেখতে পেয়ে খবর দেয় তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নিকট সকাল 9 ঘটিকায়। খবর পেয়ে তিনি শ্রমিকদের দিয়ে ঐ গবাদি পশুটিকে সরিয়ে নেয় সেখান থেকে। তবে কার এই গবাদি পশুটি এখনো জানা যায় নি।