বোলপুরের বিবেকানন্দ পল্লীতে রোহিত সাউয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আজ ১২ ই সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২ টো নাগাদ ধৃত দোয়েল দাস ও তার পরিবারের সদস্যদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বোলপুর মহকুমা আদালত।মূল অভিযুক্ত দোয়েল দাস, তার দিদি পায়েল দাস ও তার মা পুতুল দাসকে সিউড়ি জেলে পাঠানো হবে। বাকি দুইজন অভিযুক্ত বোলপুর জেলে থাকবে। অন্যদিকে মৃত রোহিত সাউয়ের দুটি মোবাইল ফোন উদ্ধার করে নতুন ভাবে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।এদিন আদালত থেকে জেলে যাওয