সোমবার ভোর থেকেই বালি পাচার মামলায় কলকাতার একাধিক জায়গায় হানা দিল ইডি। ইডি সূত্রে খবর, রবিবার মধ্যরাত থেকেই রাজ্যের নানা দিকে রওনা দেন তদন্তকারীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। আজ সকাল ১১নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভে জিডি মাইনিং নামক একটি কোম্পানিতে সোমবার তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত বেআইনি বালি পাচারের বিষয় নিয়ে অরুণ সারাফের ২২ তলার অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা । জানা গিয়েছে এই ব্যক্তি বালি খাদান নিতেন সরকারি নিয়ম মেনে।