১১৬ বিধান নন্দকুমার জাতীয় সড়কের নরঘাট বাসস্টপে জেলায় একটি প্রাইভেট গাড়ির সঙ্গে একটা সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের সাইকেলের গুরুতর আহত হলে আশঙ্কা জানক অবস্থায় থাকে তমলুক হসপিটালে পাঠানো হয় |সাইকেল আইডির নাম পরিচয় জানা যায়নি |জানা গিয়েছে প্রাইভেট গাড়িটি দীঘা থেকে আসছিল |নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়িটি সাইকেলআরোহী কে প্রাইভেট গাড়িটি সজরে ধাক্কা মারে|ঘটনাস্থলে পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করেছে |