মেদিনীপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের মাহাতাবপুর এলাকায় পানীয় জল সরবরাহের লাইন বিকল হয়ে গিয়ে জলসংকট তৈরি হয়েছিল, অম্রুত প্রকল্প থেকে বিকল্প লাইন সংযোগ করণের কাজ শুরু হল সোমবার। সোমবার দুপুরে পরিস্থিতি পরিদর্শনে বিস্তারিত জানালেন পৌরসভার জল দপ্তরের সিআইসি মিতালী ব্যানার্জি।