কালিগঞ্জের পলাশী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পলাশী গ্রামের রাস্তা বেহাল, দুর্ভোগ চরমে এলাকার মানুষের। এ বছর এই বর্ষার সময় প্রথম থেকেই দুর্ভোগের স্বীকার পলাশী গ্রামের মানুষ, ডাঙ্গাপাড়া, মিশ্র পাড়া, দরগাতলা পড়া, মোল্লাপাড়া, তেতুল পাড়া, পশ্চিম পাড়া, মোড়ল পাড়া সর্বত্রই একই একই অবস্থা। বর্ষায় কাদায় ভর্তি রাস্তা হুঁশ নেই পঞ্চায়েতের, এলাকার মানুষের অভিযোগ,গ্রামের মেম্বার প্রধানরাও এই রাস্তা দিয়ে হাঁটেন তাদের চোখে পড়ে না।