আতমা প্রকল্পের মিশ্র চাষ পরিদর্শনে এলেন বড়শুলে এলেন বিধায়ক ও কর্মাধ্যক্ষ। মিশ্র চাষের মাধ্যমে এক ছাদের তলায় সমস্ত ধরনের চাষ যাতে করা হয় এছাড়াও ড্রাগণ ফ্রুট সম্পর্কিত বিষয় নিয়ে বিশেষ আলোচনা বৈঠক হয়েছে এলাকার কৃষকদের মধ্যে সচেতনবার্তা তুলে ধরা হয় যাতে মাঠের মধ্যে ন্যাড়া পোড়ানো যাতে না হয় এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বৈঠক চলে বলে বিধায়ক জানিয়েছে দিন।