২৮শে আগস্ট BMS এর পর্যাবরন দিসব। এই মহতী অনুষ্ঠানকে স্বার্থক রূপ দিতে BMS গোমতী জেলার কমিটি গোমতী জেলা হাসপাতালে এরিয়ার বিভিন্ন স্থানে ৫০টি বৃক্ষ রোপনের মাধ্যমে BMS এর পর্যাবরন দিসব উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BMS ত্রিপুরা প্রদেশ পর্যাবরন প্রমুখ শ্রী গৌতম দাস। BMS গোমতী জেলা প্রেসিডেন্ট দিগ্বিজয় ভাওয়াল। গোমতী জেলা হাসপাতালে ডাঃ অর্পণ ভট্টাচার্জি, বিশিষ্ট সমাজ সেবক শ্রী রুপন বিশ্বাস সমেত BMS গোমতী জেলার অন্যান্য পদাধিকারীরা।