মঙ্গলবার সকাল ১০ টার সময় থেকে,তেহট্ট দত্ত পাড়া বয়েজ প্রাথমিক বিদ্যালয়ে,শুরু হল তেহট্ট গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান ওর দুয়ারে সরকার,উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার সকাল ১০ টার সময় থেকে শুরু হযেছে চলবে বিকেল ৪টের সময় পযর্ন্ত।