যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক শান্তি ও সংহতি দিবস উপলক্ষে বামেদের মিছিল নলহাটিতে। আজ সোমবার সকাল দশটা নাগাদ নলহাটি CPIM দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয় নলহাটি শহরে, এই মিছিল শেষ হয় নলহাটি রেলগেটে। যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তা দিয়ে ও মিছিল করা হয় বামপন্থী দল সমূহের আহ্বান। আজ মিছিলে উপস্থিত ছিলেন DYFI জেলা সম্পাদক কমরেড আকবর আলী, CPIM-র নলহাটি ১ ব্লক কমিটির সম্পাদক কমরেড প্রশান্ত লেট, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নলহাটি লোকাল কমিটির সম্পাদক।