শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ বর্ধমানের স্বস্তি পল্লী মাঠে নরেন্দ্র কাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার, সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, চার্জ গঠন হয়েছে। তারা সাজা পাবেন। আমার ধারণা, পার্থ চট্টোপাধ্যায় বলির বখড়া হলেন। তিনি একা জড়িত আর এসএসসি কর্তারা শুধু জড়িত, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেসের মাথারা এর সাথে জড়িত। যে দলে বলা হয়, একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। সেই দলে পার্থ চট্টোপাধ্যায় এত শক্তিশালী হয়ে গেলেন।