সারে চারমাস পর খুলে দেওয়া হলো গজলডোবার সেতু। রবিবার থেকে গজলডোবার তিস্তা ব্যারেজের সেতু দিয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এদিন সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক, গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকেরা।প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল থেকে সংস্কারের কারণে পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল এই গুরুত্বপূর্ণ সেতুটি।