জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামে হাতির হানা অব্যাহত । প্রায় প্রতিনিয়ত হাতির হানায় ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসীদের বাড়িঘর। হাতি নিয়ন্ত্রণ করতে একধিক পদক্ষেপ গ্রহণ করছে বন দপ্তর। জঙ্গলের পরিসর বৃদ্ধির ও হাতির খাবারের যোগানের জন্য রাপন করা হচ্ছে প্রায় আড়াই লক্ষ ফলের চারা গাছ। ঝাড়গ্রাম ব্লকের শুশনিগেড়িয়া গ্রামের গ্রামবাসীদের অভিযোগ সোমবার ভোর রাতে দলছুট হাতি ঢুকে শুশনিগেড়িয়া আইসিডিএস কেন্দ্রের দুটি দরজা ভাঙে।