পুরুলিয়ার সাঁতুড়ি থানার শুনুড়ী গ্রামে “শুনুড়ী চাষা পাড়া দুর্গাপূজা কমিটি”র দুর্গাপুজো এবছর ৭ ম বর্ষে পদাপর্ণ করল। শুভ সপ্তমীর পূণ্য দিনে ফিতে কেটে পুজোর শুভ সূচনা করলেন সাঁতুড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রামপ্রসাদ চক্রবর্তী। ছিলেন সমাজসেবী প্রকাশ চক্রবর্তী, মনতোষ মাজি, প্রধান দাসগুপ্ত সহ গ্রামের বেশ কয়েকজন গুনিজন।পুজো কমিটির সভাপতি শিশির মাজি, সম্পাদক অজয় মাজিরা জানান, এই পুজো ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপণা লক্ষ্য করা যায়।