হাতে মাত্র আর কয়েকদিন বাকি বিশ্বকর্মা পুজোর, তাই ময়নাগুড়ি মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। আর মাত্র হাতে কয়েকদিন বাকি শিল্পের দেবতা বিশ্বকর্মা পূজোর, তাই ব্যস্ততা ময়নাগুড়ি কুমোরটুলিতে, ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন কারখানায় রবিবার বিকেল চারটা নাগাদ দেখা যায় বিশ্বকর্মা প্রতিমা বানাতে ব্যস্ত মৃৎশিল্পীরা । সেই সঙ্গে কারখানায় লক্ষ্য করা যায় এখনো খর দিয়ে বেনা বাঁধানোর কাজ চলছে।, মৃৎ শিল্পীরা জানান বর্তমানে বেশ কিছুদিন থেকে ডুয়ার্সের ময়নাগুড়িসহ