এবার ৩৫ বছরে পদার্পন করলো হাওড়া ডোমজুরের বিপন্ন পাড়া স্পোর্টিং এসোসিয়েশন। মোবাইল ফোনকে পাখির চোখ করে এবারে এদের পুজোর থিম ফিরিয়ে দাও শৈশব। কিন্তু এই ডিজিটাল যুগে শৈশব ফেরানো মানে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ এর মুখোমুখি হওয়া। এখনকার ছেলেমেয়েরা যে ভাবে মোবাইলে আশক্ত হয়ে পরেছে তা থেকে রেহাই দেবার জন্য অবিভাভকরা আপ্রাণ চেষ্টা করছেন। যেমন চেষ্টা করছেন বিপন্ন পাড়ার এবছরের পুজো প্যাণ্ডেল। তাদের থিমের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন শৈশবের বিভিন্ন খেলাধুলা।