বুধবার দুপুরে পৌরসভার ব্যবস্থাপনায় নবদ্বীপ হাসপাতালে চালু হল সুলভে অন্ন সংস্থান প্রকল্প মা ক্যান্টিন,সূচনা করলেন পৌরপতি বিমানকৃষ্ণ সাহা,সূচনাকালে হাসপাতালে আসা শতাধিক রোগীর পরিবারকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে ডাল ভাত তরকারি ও একটি করে ডিম দিয়ে প্যাকেট তুলে দেওয়া হয়,রাজ্য সরকারের অন্যতম একটি মানবিক প্রকল্প সুলভ মূল্যে অন্ন সংস্থান প্রকল্প মা ক্যান্টিনে প্রতিদিন সুবিধা পাবেন শতাধিক মানুষ,পাকাপাকি ভবন না হওয়া পর্যন্ত প্যাকেটের মাধ্যমে খাবার পরিবেশন করা হবে।