নাম পরিবর্তন করে ভারতবর্ষে বসবাসকারী এক বাংলাদেশীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত বাংলাদেশিকে শনিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত বাংলাদেশির নাম হৃদয় মিয়াঁ (২০)। বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর গত শুক্রবার ইংরেজবাজারের মহদিপুর স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে। খবর দেওয়া হয় পুলিশে।