রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একদিনের স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো। শনিবার সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বালুরঘাট এবিটিএ ভবনে রাজ্য পিপলস রিলিফ কমিটি, বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের আয়োজনে স্বাস্থ্য অধিকারের বিষয়ে সরকারি স্তরে কি কি পাওয়া উচিৎ সেই বিষয়ে সচেতন করতে এই কর্মশালার আয়োজন।