শালবনি স্টেশনে রেলের সাফাই অভিযান। আজ শনিবার আদ্রা ডিভিশনের শালবনি স্টেশনে অনুষ্ঠিত হলো সাফাই অভিযান। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ স্টেশন চত্তর ঝাঁটা দিয়ে পরিষ্কার করে উদযাপন করা হয় সাফাই অভিযান। রেল আধিকারিকদের কথা অনুযায়ী, পরিষ্কার পরিচ্ছন্নতায় মূল লক্ষ্য, তারি একটি অংশ হিসেবে এদিন বিকেলে স্টেশন চত্ত্বর পরিষ্কার করে সাফাই অভিযান অনুষ্ঠিত হয়।