বেশ কিছুদিন আগে পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের অন্তর্গত গড়শিকা গ্রাম পঞ্চায়েতের কালীপাহাড়ি গ্রামে ভেঙে পড়েছে সৌরবিদ্যুৎ চালিত জলের ট্যাঙ্ক।গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে ব্লক প্রশাসনের কাছে জানিয়েও কাজ হয় নি।পুজোর সময় পাণীয় জলের সমস্যা যাতে না হয় তার জন্য অবিলম্বে ভেঙে পড়া সৌরবিদ্যুৎ চালিত জলের ট্যাঙ্ক মেরামতির দাবি জানান গ্রামবাসীরা।