সোমবার দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়ায় প্রেমঘটিত খুনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ঈশিতা মল্লিককে (১৯)। অভিযুক্ত যুবক দেবরাজ সিং, ঈশিতার প্রেমিক বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে পুলিস মনে করছে, সম্পর্কে অবনতির জেরেই এই খুন।