ময়নাগুড়ি শহরের বুকে বৈদ্যুতিক পোলে আগুন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার বিকেল চারটা নাগাদ। ঘটনাটি ঘটেছে শহরের মাল রোডে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ির দমকল কেন্দ্রের আধিকারিকসহ কর্মীরা। ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। খবর দেওয়া হয় ময়নাগুড়ি বিদ্যুৎ দপ্তরে। তারাও ঘটনাস্থলে আসেন। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী সহ বাজারের ক্রেতাদের মধ্যে।