আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় মার্কেট কমপ্লেক্সে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করা হয় তৃণমূল ব্লক কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালীপদ সোরেনসহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা।