কলকাতায় মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধনের দিনেই ধরনা অবস্থানে বসতে চলেছেন বউবাজারের গৃহহীনরা। বউবাজারে দূর্গা পিতুরী লেনে ঢোকার মুখেই মঞ্চ বেঁধে চলছে এই কর্মসূচী। প্রসঙ্গত ২০১৯ থেকে ২০২২। বউবাজারে মেট্রোর কাজে বারবার বিপর্যয়। কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। অনেক বাড়ি পুরোপুরি শেষ।বউবাজারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত চব্বিশটি বাড়ি নতুন করে তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু সেটা কবে?ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার।।