বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার সংলগ্ন রিমঝিম মার্কেটের ওপর ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটনা মৃত্যু হল এক মহিলার। বাড়িতে যাবার সময় এক পথচারীর সঙ্গে ঘটেই দুর্ঘটনা। তারপরেই ওই মহিলার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ডেবরা থানা ট্রাফিক বিভাগের পুলিশ উপস্থিত হয়। বাইক টিকে উদ্ধার করে নিয়ে যায়।মৃত মহিলার মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায়।