গীতালদহ ১ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পথসভা, উপস্থিত সাংসদ। রবিবার রাত আটটা নাগাদ এই পথসভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নূর আলম হোসেন, তৃণমূলের দিনহাটা ১ A ব্লক কমিটির INTTUC সভাপতি সুব্রত বর্মন, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সোহেল রহমান ছাড়াও অন্যান্য নেতৃত্ব। মূলত বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের হেনস্থা করার অভিযোগ তুলে এই পথসভা বলে জানা গেছে।