আলিপুরদুয়ার বাস টার্মিনাস বেহাল অবস্থায় পড়ে রয়েছে। টার্মিনাসের বেহাল অবস্থা নিয়ে ক্ষোবাড়ছে গাড়িচালক থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের এমনটাই জানা গেছে তাদের সঙ্গে কথা বলে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ। আলিপুরদুয়ার বাস টার্মিনাস থেকেই বিভিন্ন এলাকার বাসগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রী সাধারনের দাঁড়াবার মত কোন জায়গা নেই। মাথার উপর রয়েছে শেড। কিন্তু সেই শেড দিয়ে অনবরত জল পড়ে বৃষ্টি হলেই। গাড়ি রাখবার মত কোন জায়গা নেই ।