করিমপুর 1: নদীয়া জেলা পরিষদে পঞ্চায়েত ডেভেলপমেন্ট মনিটরিং মিটিংয়ে অংশগ্রহণ করলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়. উপস্থিত ছিলেন করিমপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য অনুভা মুখার্জী. আজ আনুমানিক বেলা তিনটার দিকে জেলা পরিষদে এই মিটিং হয়. বিধায়ক প্রস্তাব রাখেন যে তার এলাকায় পঞ্চায়েত গুলিকে সরকারের উন্নয়ন ঢেলে সাজাতে চান. পঞ্চায়েত এলাকা