বালুরঘাট শহরের স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন একটি তালাবদ্ধ বাড়িতে মঙ্গলবার রাত এগারোটার দিকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন রাতে বাড়ির মালিক সুহৃত দাস পরিবার নিয়ে একটি অনুষ্ঠানে বাড়িতে গিয়েছিলেন। প্রতিবেশীরা আগুন দেখে তালা ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে একজন আহত হন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি ঘরের সব পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনই বলা সম্ভব নয় বলেই বাড়ি মালিক জানিয়েছেন।