বাংলা ভাষা অবমাননার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের অংশ হিসেবে রবিবার বিকেল পাঁচটা নাগাদ খয়রাশোল ব্লকের হজরতপুর অঞ্চলে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও সমস্ত বুথের সক্রিয় কর্মীদের অংশগ্রহণে মিছিলটি জমায়েতমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল গায়েন, কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরী এবং কাঞ্চন দে।