১৬ নম্বর জাতীয় সড়কে পাঁশকুড়ার মেছোগ্রাম বাইক দুর্ঘটনায় গতকাল অষ্টমীর রাতে গুরুতর জখম হয় ২ যুবক |জানা গিয়েছে মে চগ্রাম থেকে জিয়াদাতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটির ডিভাইডারে ধাক্কা মারে ঘটনাস্থলে দীর্ঘ সময় আশঙ্কা জনক অবস্থায় পড়ে থাকে | খবর পেয়ে পাশ কুড়া থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে সুপার স্পেশালিটি হসপিটাল এ ভর্তি করে | পরে তাদের তমলুক হাসপাতালে স্থানান্তর করা হয় |তমলুক হসপিটালে ওই দুই যুবক চিকিৎসাধীন |