বৃহস্পতিবার দুপুর থেকে টানা মেঘ ভাঙা বৃষ্টির জেরে ফের বিভিন্ন জায়গায় জল জমে উঠেছে সেই বৃষ্টি থামতে না থামতেই আজ অর্থাৎ শুক্রবার ও ভোর থেকেই বেশ কয়েক ঘন্টা মুষল ধারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে আর সেই বৃষ্টির জলেয় জল জমতে দেখা গেল নানুর ব্লক অফিস চত্বরে'র ব্যাবসায়ী মার্কেট, কীর্ণাহার বাসস্ট্যান্ড চত্বর ও কীর্ণাহার ২নং অঞ্চলের পৌষলা গ্ৰামে।তবে এই জল জমে নানুর ও কীর্ণাহার বাসস্ট্যান্ডে সেরকম কিছু ক্ষয়ক্ষতি না হলেও পৌষলা গ্ৰামে জল জমে রাস্তায় হাঁটু