কিছু দিন পূর্বে হাফলং গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের সকল জনগনদের একটি মেজর প্রবলেম জলের সমস্যা। প্রায় ২২পরিবার অনেকদিন ধরে জল পাচ্ছে না। সেই মোতাবেক আজ আধিকারিক দের সঙ্গে নিয়ে বিষয়টি অবগত করার জন্য জায়গা পরিদর্শনে যান হাফলং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সনজিৎ সেন সহ অন্যান্যরা।