মঙ্গলবার সকাল ১১ টার সময় থেকে তেহট্ট হোলি এঞ্জেল স্কুলের পরিচালনায় ও রেডক্রস সোসাইটির তেহট্ট শাখার সহযোগিতায়, মাদার টেরিজার জন্মদিন উপলক্ষে,তেহট্ট হোলি এঞ্জেল স্কুলে শুরু হল স্বেচ্ছায় রক্তদান শিবির। ৫০ জন রক্তদাতার স্বেচ্ছায় রক্তদানের লক্ষ্যমাত্রা নিয়ে মঙ্গলবার সকাল ১১ টার সময় থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি শুরু হয়েছে এবং চলবে বিকেল চারটের সময় পর্যন্ত।