Canning 1, South Twenty Four Parganas | Sep 2, 2025
ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথ মৌখালি, দুমকি ও পরানিখেকো নিয়ে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুর থেকে। উপস্থিত ছিলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য প্রদ্যুত রায়, নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান পারুল নস্কর, অঞ্চল তৃণমূলের সভাপতি বিশ্বনাথ নস্কর সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা।