ছৈলেংটা এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে গুলি করে এক ব্যক্তিকে। ওই ব্যক্তির নাম সদা মহন ত্রিপুরা। পরিবারের লোকেরা খবর পেয়ে রক্তাক্তক অবস্থায় সদা মহন ত্রিপুরা কে প্রথমে ছৈলেংটা হাসপাতাল পরে সেখান থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সদা মহন ত্রিপুরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।