শালবনিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের এক মাস 11 দিন সম্পন্ন হল, সেই সাথে সম্পন্ন হল সালবনীতে মোট ৪৬ টি আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। আজ শুক্রবার সালবনির সাতপাটি অঞ্চলের কলসিভাঙ্গা এবং গরমাল অঞ্চলের ভাতমোড় গ্রামে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান বিশেষ শিবির। এদিনের এই দুই শিবির নিয়ে সর্বমোট এখনো পর্যন্ত শালবনীতে ৪৬ টি শিবির অনুষ্ঠিত হলো।