হাইলাকান্দি জেলার রতনপুরের বাসিন্দা আতাউর রহমানের পুত্র আবজল হুসেন সম্প্রতি কর্মরত অবস্থায় ব্যাঙ্গালোরে মৃত্যুর কুলে ঢলে পড়েন।আর আজ বৃহস্পতিবার তার মরদেহ রতনপুরের বাড়িতে নিয়ে আসা হয়। এতে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃতদেহ বাড়িতে পৌছার অপেক্ষায় ছিলেন পরিবারের লোকেরা এবং গ্রামবাসী জনসাধারণ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মরদেহ বাড়িতে আনার জন্য দুস্থ,অসহায় পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানালে শুভাকাঙ্খী সহMLAনিজাম উদ্দিন চৌধুরী এতে সাড়া দেন।