রবিবার বিকেলে তুফানগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রায়ডাক ভবনে এই ভাদুড়ি খানের উৎসবের সূচনা হয়। ভাদ্র মাসে ভাগ্নে ও ভাগ্নিকে নিমন্ত্রণ করে মামার বাড়িতে খাওয়ানোকেই ভাদুরি খান বলা হয়। এটি রাজবংশী সমাজের চিরাচরিত প্রথা কিন্তু বর্তমান প্রজন্মের কাছে তা হারিয়ে যেতে বসেছে। পাশাপাশি এই প্রথা যাতে সমাজের সর্বস্তরের কাছে ছড়িয়ে পড়ে সেই বিষয় নিয়েই মইশাল বন্ধু উৎসব কমিটির তরফে ভাদুড়ি খানের উৎসবের আয়োজন। এদিন ভাত,ডাল, সিদল, ছ্যাকা, মাছ খাবার তালিকায় ছিল।