দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ভারত–বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে বেশ কিছুদিন আগে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে স্থানীয় বাসিন্দা অমূল্য রায়ের নাম, যিনি তাকে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। এই সূত্রেই শনিবার হিলি থানা এলাকা থেকে অমূল্য রায়কে গ্রেফতার করে পুলিশ। রবিবার দুপুরে তাকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হয়।