This browser does not support the video element.
নানুর: পাঁকুড়হাস ব্রক্ষচারী মন্দিরের প্রণামী বাক্সের টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি
Nanoor, Birbhum | Aug 26, 2025
নানুরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো পাকুড়হাঁস দক্ষিণ পাড়ার ব্রহ্মচারী মন্দিরে। গ্ৰামবাসিদের অনুমান সোমবার রাতে মন্দিরের তালা ভেঙে ও শিকল কেটে দুষ্কর্ম ঘটিয়েছে দুষ্কৃতীরা।এদিকে মঙ্গলবার সকালে ওই মন্দিরে পুরহিত আসতেই হতবাক হয়ে ছোটা ছুটি করতেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে।মন্দির কমিটির সম্পাদক মিহির কুমার ঘোষ বলেন, প্রণামি বাক্স ভেঙে টাকা পয়সা,একটি বারো কেজি ওজনের ঘন্টা ও পুজোর সামগ্রী চুরি গেছে।নগদ টাকা ও সামগ্রীর বর্তমান বাজার মূল্য ধরলে।